ছোটদের জন্য স্বর্গরাজ্য: নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক

নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক শুধু বিনোদন কেন্দ্র নয়, এটি ছোটদের জন্য একটি স্বর্গরাজ্য যেটি আপনার সন্তানদের দিনটিকে করে তুলবে অবিস্মরণীয়।

নোয়াখালী সদর ৪ আসনে মাইজদী থেকে ৭/৮ কিলোমিটার দূরে অবস্থিত নোয়াখালী ড্রিম ওয়াল্ড পার্ক। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে ধর্মপুর গ্রামে গাছ-গাছালির দ্বারা বেসরকারি উদ্যোগে গড়ে তোলা হয়েছে নোয়াখালী ড্রিম ওয়াল্ড পার্ক।

নোয়াখালী ড্রিম ওয়াল্ড পার্ক নোয়াখালীর সব থেকে বড় পার্ক। এই পার্ক প্রায় ২৫ একর জমির উপর বেসরকারি ভাবে  গড়ে তোলা হয়েছে। এই অঞ্চলের মানুষের বিনোদনের জন্য এই পার্ক বিশেষ ভুমিকা রাখে।

আর তাই নোয়াখালীর মানুষের চিত্ত বিনোদনের জন্য এই পার্ক অনেক জনপ্রিয়। এখানে প্রতিদিন অনেক দর্শনার্থীর আগমন ঘঠে। যার কারনে পার্কের আকর্ষণীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আপনার যদি ছোট সন্তান থাকে, তাহলে অবশ্যই নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্কে নিয়ে যান।

নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক ফটো
নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক- Photo Credit: Md. Shiblur Rahaman

আরও পড়ুন:

কি আছে ড্রিম ওয়াল্ড পার্কে?

ড্রিম ওয়ার্ল্ড পার্কে শিশুসহ সব বয়সীদের জন্য যেসব রাইড রাখা হয়েছে সেগুলো হলো সুইং কেয়ার, কিডস হেলিকপ্টার, সোয়ান বোট, ফ্লাওয়ার কাপ, কপি কাপ, কিডস ট্রেন, ফ্যামেলি ট্রেন, মেরি গো রাউন্ড, প্যারা টু পার্ক, বাইকিং বোট, নাগরদৌলা ইত্যাদি।

পাশাপাশি এখানে সবুজে ঢাকা পাহাড়, লেক, সুইমিংপুলে আপনার মন জুড়িয়ে যাবে। পার্কে গাড়ি পার্কিং এবং পিকনিকের ব্যবস্থা রয়েছে। সার্বক্ষণিক নিরাপত্তার জন্য রয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

সোয়ান বোট - নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক
সোয়ান বোট – নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক

কিভাবে যাবেন নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক?

নোয়াখালী জেলা শহর মাইজদী থেকে মাত্র ৭/৮ কিলোমিটার দূরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে  ধর্মপুর গ্রামে  নোয়াখালীর ডিম পার্ক অবস্থিত।মাইজদী থেকে বিভিন্ন যানবাহনে ড্রিম ওয়ার্ল্ড পার্কে যাওয়া যায়।

মাইজদী অথবা সোনাপুর থেকে বাস, সিএনজি, অটোরিকশা যোগে খুব সহজে ড্রিম ওয়ার্ল্ড পার্কে যেতে পারবেন। যানবাহন ভাড়া ৩০ থেকে ১০০ টাকা পর্যন্ত হতে পারে।

ঢাকা থেকে যেভাবে যাবেন

ঢাকা আব্দুল্লাহপুর অথবা সায়দাবাদ থেকে নোয়াখালী মাইজদী গামী অনেক বাস রয়েছে। তার মধ্যে  জনপ্রিয় হচ্ছে একুশে এক্সপ্রেস এবং হিমাচল এক্সপ্রেস। সায়দাবাদ থেকে নোয়াখালী গামী যে কোন একটা বাসে উঠে মাইজদী চলে আসবেন। মাইজদী থেকে ড্রিম ওয়াল্ড পার্ক মাত্র ৭ থেকে ৮ কিলোমিটার। 

কমলাপুর রেলস্টেশন থেকে উপকূল এক্সপ্রেস সপ্তাহে ছয় দিন (বৃহস্পতিবার ছাড়া)  ৪ টা ২০ মিনিটে  নোয়াখালীর উদ্দেশ্যে  ঢাকা ছাড়ে। ঢাকা থেকে আসতে প্রায় ৬ ঘন্টার মত সময় লাগে। 

চট্টগ্রাম থেকে যেভাবে যাবেন

চট্টগ্রাম অলংকার অথবা একে খান মোড় থেকে নোয়াখালী  মাইজদী এবং চৌমুহনী গামী অনেক বাস রয়েছে। জোনাকি এবং বাঁধন এই রুটে অত্যন্ত জনপ্রিয়। চট্টগ্রাম একে খান মোড অথবা অলংকার থেকে নোয়াখালী মাইজদী গ্রামে একটি  বাসে উঠে নোয়াখালী মাইজদী চলে আসবেন। মাইজদী থেকে ড্রিম ওয়ার্ল্ড পার্ক ৭ থেকে ৮ কিলোমিটার।

কোথায় থাকবেন

মাইজদীতে থাকার জন্য বেশ কয়েকটি থাকার হোটেল রয়েছে। এসব আবাসিক হোটেলগুলোতে আপনি থাকার পাশাপাশি  স্বল্প খরচে খাওয়া-দাওয়া করতে পারবেন। উল্লেখযোগ্য আবাসিক হোটেল গুলোর মধ্যে রয়েছে:

হোটেলের নামঠিকানাফোন নম্বর
হোটেল রাফসানপ্রধান সড়ক, মাইজদী কোর্ট, নোয়াখালী০৩২১-৬১৩৯৫
হোটেল আর ফারহানটাউন হল মোড়, প্রধান সড়ক, মাইজদীকোর্ট, নোয়াখালী
হোটেল মোবারকবড় মসজিদ মোড়, প্রধান সড়ক, মাইজদীকোর্ট, নোয়াখালী
গুড হিল কমপ্লেক্সপ্রধান সড়ক (জামে মসজিদ মোড় সংলগ্ন), মাইজদী কোর্ট, নোয়াখালী০৩২১-৬২১৭৩
হোটেল আল মোরশেদপ্রধান সড়ক (জামে মসজিদ মোড় সংলগ্ন), মাইজদী কোর্ট, নোয়াখালী০৩২১-৬২১৭৩

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।